আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো ফুড পয়জনিং-এর শিকার হয়েছি। কারও ক্ষেত্রে তো বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে প্রাণ যায়-যায় অবস্থা! কিন্তু এতটা বাড়াবাড়ি হওয়ার আগেই তা থামানো যায়, যদি ঘরোয়া কিছু রেমিডি জানা থাকে। ১. আদা প্রতিদিন যদি নিয়ম করে এক কুচি আদার সঙ্গে কয়েক ফোঁটা মধু খেতে পারেন, তাহলে হজমশক্তি ভালো হওয়ার পাশাপাশি পেটে ব্যথা হলেও তা কমাতে সাহায্য করে। ২. জিরা পেট খারাপ, পেটে ব্যথার মতো সমস্যা নিমেষে ঠিক করে দিতে পারে এক চা-চামচ জিরাগুঁড়া। ৩....

